বিষে যখন বিষক্ষয়


শীর্ষ ছবি: মৌমাছি (সুত্র: (সুত্র: Jon Sullivan/ NOVA)

( নোভা অনলাইনে কেট বেকারের একটি স্লাইড শো: Venom’s healing bite অবলম্বনে।)

প্রায় সহস্র মিলিয়ন বছর ধরে বিবর্তন পক্রিয়া জৈবযুদ্ধের যে অস্ত্রটিকে  অত্যন্ত্ নিখুত করে তৈরী করেছে, সেটি হলো, বিষ। বিষের মধ্যে কার্য্যকরী বিষাক্ত যৌগগুলো এতোই সুক্ষভাবে তৈরী, যে তারা  স্নায়ু তন্ত্র এবং রক্তনালীর কোষ, এবং অন্যান্য কিছু অঙ্গে খুব সুনির্দিষ্টভাবে মরণ আঘাত হানতে পারে। বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের গবেষকরা বিষের মতন প্রাকৃতিক এই শক্তিশালী রাসায়নিক যৌগের ককটেলের মধ্যে খোজার চেষ্টা করছেন ক্যানসার, হৃদরোগ এবং দীর্ঘমেয়াদী ব্যাথার নিরাময়। এবং দেখা যাচ্ছে যে, প্রকৃতির এই মারণাস্ত্রকে চিকিৎসা বিজ্ঞানের জীবন রক্ষার হাতিয়ারে রুপান্তর আসলেই সম্ভব।

Continue reading “বিষে যখন বিষক্ষয়”

বিষে যখন বিষক্ষয়