তুমি কি আমার মা?


(শীর্ষছবি: রবিন পাখির ডিমের সাথে কাউ বার্ডের ডিম। সুত্র: robin and cowbird eggs)© Don Johnston/Getty/NOVA)

(নোভা অনলাইন এ র‌্যাচেল ভ্যান কট এর একটি স্লাইড শো Are you my mother? কিছুটা পরিবর্ধন করে)

যদি ভেবে থাকেন, ছলনার আশ্রয় নিয়ে নিজের স্বার্থে আরেকজনকে ব্যবহার করা কেবল মানুষেরই বৈশিষ্ট্য, তাহলে মনে হয় আমার এই ছোট লেখাটি আপনার ভুল ভাঙ্গাতে কিছুটা হলেও সফল হতেও পারে। কারন প্রাণীজগতে বেশ কিছু প্রাণী যেমন, মাছ, কীটপতঙ্গ এবং বিশেষ করে পাখীদের মধ্যে দেখা যায় যে, তারা নানা ধরনের ছল চাতুরীর আশ্রয় নিয়ে অন্য কোন প্রজাতির প্রাণীকে দিয়ে তাদের নিজেদের সন্তানদের লালন পালনের কাজটি, যেমন, বাচ্চাদের খাইয়ে দাইয়ে বড় করে তোলা এবং শক্র শিকারী প্রাণী থেকে রক্ষা করা ইত্যাদি কঠিন সব কাজগুলো স্বার্থপরের মত করিয়ে নেয়। এ ধরনের আচরণকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন ব্রুড প্যারাসিটিজম (Brood parasitism), যার একটা ভাবসূচক বাংলা অর্থ করা যায়, প্রজনন পরজীবি।

Continue reading “তুমি কি আমার মা?”

তুমি কি আমার মা?