প্রকৃতির ফার্মেসি



শীর্ষ ছবি: কমন ফক্স গ্লোভ (Digitalis purpurea) ( Courtesy of Syed Mazhar Hossain)

(নোভা অনলাইনের জন্য তৈরী করা ক্লডিন কো`র Nature`s Pharmacy স্লাইড শো’কে কিছুটা পরিবর্ধিত করে)

অপুর্ব  জীববৈচিত্রে ভরা আমাদের এই পৃথিবীর নানা প্রানী, উদ্ভিদ আর ছত্রাকের মধ্যে আছে অসংখ্য রাসায়নিক যৌগ। প্রজনন থেকে শুরু করে আক্রমনকারী অন্য কোন প্রাণী কিংবা রোগব্যাধি থেকে নিজেদের প্রতিরক্ষার জন্য প্রাকৃতিকভাবেই তারা সেগুলো ব্যবহার করে। মানুষের রোগব্যাধির চিকিৎসার জন্য সেরকম অনেকগুলো রাসায়নিক যৌগ বিজ্ঞানীরা ইতিমধ্যে খুজেও পেয়েছেন , এবং কৃত্রিমভাবে পরীক্ষাগারে ‍সেগুলো থেকে তৈরীও করেছেন মানুষের শরীরে ব্যবহার উপযোগী নানা ধরনের ঔষধ। সেরকম কয়েকটি প্রজাতির বিবরণ নিয়ে এই লেখা। এই সব প্রজাতির কাছ থেকে আমরা পেয়েছি বেশ কিছু রোগের নিরাময় বা তাদের ক্ষতিকর দিক থেকে উপশম পাবার উপায়। দিনে দিনে আমরা, আমাদের সীমাহীন অজ্ঞানতার কারনে ধ্বংশ করে যাচ্ছি এই প্রাকৃতিক জীববৈচিত্রের সম্ভার, যাদের কারো মধ্যে হয়তো লুকিয়ে আছে আমাদের অনেক দুরারোগ্য ব্যাধির নিরাময়।

Continue reading “প্রকৃতির ফার্মেসি”

প্রকৃতির ফার্মেসি