দর্শনের সহজ পাঠ বইটি অবশেষে প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে দিব্যপ্রকাশ প্রকাশনী আর বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী আসমা সুলতানা (যদিও প্রচ্ছদটি তার সত্যিকার রুপ মূদ্রণে পায়নি)। আগ্রহীরা বইটি পাবেন বইমেলায় ৩৫৪-৩৫৭ নং স্টলে। । বইটির ছবি তুলে পাঠিয়েছেন হিরন্ময় গোলদার।