
(Graphite,ink on paper, Kazi Mahboob Hassan,2011)
আমি কাজী মাহবুব হাসান। আমার পড়াশোনা চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসা অনুজীববিজ্ঞান (ভাইরোলজী), রোগতত্ত্ব এবং জনস্বাস্হ্যে ।
আমি কাজী মাহবুব হাসান। আমার পড়াশোনা চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসা অনুজীববিজ্ঞান (ভাইরোলজী), রোগতত্ত্ব এবং জনস্বাস্হ্যে ।
ভাইয়া, আপনার ব্লগটা খুব ভালো লাগলো। সাজানো গোছানো ছিম ছাম। আপনার লেখাগূলোও অসাধারণ। আমার খুব ভালো লেগেছে।
খুব খুব খুব ভালো থাকুন।
অনেক ধন্যবাদ ডাঃ নিয়াজ…
অভিমন্যু মানে কি? অভিমন্যু কেন??
অভিমন্যু মহাভারতের একটি অসাধারন চরিত্র।
আমার মনে খু্ব দাগ কেটেছিল এই কিশোর চরিত্রটি যখন প্রথম পড়ি।
এখানে আছে অভিমন্যুর কথা..
http://en.wikipedia.org/wiki/Abhimanyu
আমার প্রথম সম্পাদিত প্রকাশনার নামও ছিল অভিমন্যু। সে অনেকদিন আগের কথা।
…মানুষ তার প্রতিবিম্ব দেখতো হয়তো পানিতে, নার্সিসাস যেমন; এখন প্রতিনিয়ত আয়নায় বা গ্লাসে । আমাদের সামনে আয়না না থাকলেও আমাদের প্রতিবিম্ব প্রতিফলিত হয় সর্বত্র ; দেয়ালে, মাটিতে, আকাশে … আমাদের চারপাশের মানুষগুলোও ঠিক আয়নার মত । যাদের মাঝে আমরা আমাদের প্রতিবিম্ব খুঁজে পায়…
তোমার প্রকৃত প্রতিবিম্ব খুঁজে পাও, যাতে নিজেকে পরিপূর্ন ভাবে চিনতে পারো!
সেই প্রত্যশায় …
A dreamer is one who can only find his way by moonlight, and his punishment is that he sees the dawn before the rest of the world.
~ Oscar Wilde
🙂
ভাইয়া আমি মৌসুমী, Austrelia থেকে। চিনতে পেরেছেন? আপনার ড্রইং গুলো অসাধারন। ভালো থাকবেন।
হ্যা চিনতে পেরেছি; অনেক ধন্যবাদ….
আপনার ব্লগটা ভাল লেগেছে খুব, এবং তারচে জরুরি কথা হলো আপনার সাথে কিছু টেক্সট তৈরি করা নিয়ে আলাপ করতে চাই।
কুন্ডেরার অনুবাদটা কি কেউ প্রকাশ করেছে? বিবর্তনবাদ নিয়ে কি আপনি একটা বড়সড় টেক্সট তৈরি করে দিতে পারবেন? বাংলা বিবর্তনবাদ বিষয়ে আমার দেখা একটা বইও ঠিক পুরোপুরি পছন্দ না, এমনকি প্রায় কোন বইয়ে উদ্ভিদের বিবর্তন নিয়ে বিস্তারিত কোন বর্ণনা নেই।
কিংবা আরও কিছু বইপত্র নিয়ে আলোচনা হতে পারে। আমাদের প্রকাশনার নাম সংহতি প্রকাশনী।
ভাল থাকবেন,
ফিরোজ আহমেদ
আপনার মেইল অ্যাড্রেসটা কি পেতে পারি?
কিছু আলাপ করতে চাই, আপনার লেখাগুলো নিয়ে।
অসাধারণ একটা ব্লগ আপনার, খুব ভাল লেগেছে।
না কেউ প্রকাশ করেনি, আপাতত প্রখম ড্রাফট; আমার নিজস্ব একটা প্রজেক্ট, আরো তিনটি বই নিয়ে এবছর কাজ করছি, বহুদিন পর;
বিবর্তন নিয়ে কি ধরনের text; ঠিক আছে আলাপ হবে;
ঠিকই বলেছেন, আসলে নেই উদ্ভিদের বিবর্তন নিয়ে, আসলে ওটা আরো জটিল একটা জায়গা,
আমি উদ্ভিদ বিবর্তনের দুটো দিক নিয়ে লেখার কথা ভাবছিলাম, একটি সালোক সংশ্লেষনের বিবর্তন, অন্যটি Angiosperm বা Flowering plant;
ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য।
আমার ইমেইল: drkmhassan@gmail.com
অসাধারণ একটা ব্লগ!! ভাইয়া একটা প্রশ্ন >> আপনার ব্লগটি কি কোন কাস্টমাইজ করা?? কারণ সাইডবার, মেনুবার গুলি বড় হরফে এবং সুদৃশ্যমাণ।
অনেক ধন্যবাদ, নাতো কাস্টোমাইজ করা না, এই থিমটাই এরকমই ছিল।
হাসান ভাইয়া, একটি জিনিস জানতে ইচ্ছে করছে খুব। আপনি কি ডাক্তার?
অবশ্যই, আমি ডিএমসি কে-৪৫ ব্যাচ… 🙂 ;
আমি কে- ৫৬ এর correspondent.
ভাইয়া, আপনি কিন্তু আমার নতুন ব্লগে মনে হয় এখনো যান নি!
🙂 গিয়েছি বেশ কয়েকবার…অনেক উচ্ছল আর প্রানচঞ্চল…নিউরোসার্জারীর মত ব্যস্ত পেশায় থাকার পরও এত নিয়মিত লেখালেখি করার জন্য আপনার জন্য আমার বিস্মিত প্রশংসা…
হাসান বাবু, আপনার ব্লগটি পড়লাম… অসাধারণ আপনার ভাবনা ও লেখার ব্যাপ্তি… অনুবাদ গুলো আস্তে আস্তে পড়া শুরু করছি… বিশেষ করে দি গড ডিল্যুশন একটা গুরুত্ত্বপূর্ণ বই বলে আগেই শুনেছিলাম… শুনেছিলাম এটা নাকি অরিজিন অব স্পিসিস থেকেও গুরুত্বপূর্ণ… আপনার কাছে পেয়ে যাবো ভাবিনি… তাও এতো ঝরঝরে বাংলায়!!! ভালো থাকবেন দাদা, আরও কাজ করে যান এরকম…
আরো আরো লিখুন, খুঁজে পান অজানাকে… শুভেচ্ছা…
অনেক অনেক ধন্যবাদ আপনার উৎসাহব্যাঞ্জক চমৎকার মন্তব্যর জন্য; অবশ্যই দি গড ডিল্যুশন খুবই গুরুত্বপুর্ণ একটি বই; চেষ্টা করে যাচ্ছি;;
অনেক শুভেচ্ছা আপনাকে;:)
ভাইয়া, আপনার করা অনুবাদগুলো নিয়ে বই কবে পাচ্ছি আমরা? অনুবাদগুলো হার্ডকপিতে আসা খুবই জরুরি। আর এমন বইয়ের পাঠকও এখন দেশে প্রচুর।
🙂 আশা করছি এ বছর অন্তত তিনটার কাজ শেষ করবো,, ; তারপর প্রকাশক খুজতে হবে..;
তাড়াতাড়ি শেষ করে ফেলুন। অপেক্ষায় আছি।
আর প্রকাশক আপনার খুঁজতে হবে না আশা করি। এখনকার প্রকাশকেরা এমন ভালো অনুবাদ প্রকাশের জন্য বসেই থাকে বলে আমার জানা। 🙂
মুক্তমনায় আমার প্রশ্নের জবাব দিয়েছেন বলেই আপনার এত সুন্দর একটি ব্লগের সন্ধান পেয়েছি। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার একটি মন্তব্যর জন্য,, অনেক শুভকামনা;
চমৎকার একটা ব্লগ সাইট। বিশেষ করে অনুবাদ গুলি। আশা করি খুব তাড়াতাড়ি এগুলি বই আকারে পড়তে পারবো। শুভকামনা রইল।
ধন্যবাদ 🙂
A very resouceful and a refereciable site.
Appreicate your hard and dedicated work.
Thank you very much;;
শুভেচ্ছা জানবেন। দি গড ডিলিউশন এর অষ্টম পর্বের পর কি আর অনুবাদ হয়েছে?
🙂 চলছে… দ্রুত আসবে…
সালাম নিবেন, আপনার ব্লগ পেজের সাথে আমি অনেক দিন ধরে আছি। অসধারন লেখনি আমাকে অনুপ্রাণিত করে, শুভ কামনা রইল আপনার জন্য।
আপনাকেও অনেক ধন্যবাদ..
ভাইয়া, কেমন আছেন? আপনাকে একটি রিকোয়েষ্ট করবো! আমার ব্লগটিতে বিশাল পরিবর্তন এনেছি। কেমন হলো, কোনো সাজেশন আছে কিনা– Actually I need ur opinion regarding my blog. I m waiting for ur valuable comment.
আমি গিয়েছিলাম, সবই তো সুন্দর মনে হচ্ছে… পারফেক্ট। আমি নিজে খুব মিনিমালিষ্ট, সেটা অনেকের সাথেই মেলে না, আমার ভালো লেগেছে। তবে যে ব্লগটা ওয়ার্ডপ্রেসের না সেটার উপরের নীল ব্যানারটা বেশ চোখে লাগছে, ওটা বদলানো যেতে পারে। (http://niazmowla.com/ এখানে); অনেক শুভেচ্ছো…আমার নতুন ব্লগের জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। http://www.niazmowla.com- ব্লগটিই আমি এখন continue করছি। আমিও চিন্তা করছিলাম নীল ব্যানারটি উঠিয়ে দেওয়ার জন্য, আপনার মন্তব্য আমাকে সিদ্ধান্ত নিতে আরো সাহায্য করলো।
ভালো থাকুন ভাইয়া, খুব।
ভাইয়া,
রিচার্ড ডকিন্স (Richard Dawkins) এর দি গড ডিল্যুশন ( The God Delusion) বইটা কি এবার বইমেলা’২০১৪-তে প্রকাশিত হবে? বইটা জন্য অপেক্ষা করে আছি।
আপনার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন।
কল্যাণ
আশা করছি হবে, তবে প্রকাশক কাজটি হয়তো দেরীতে শুরু করবেন, হয়তো মেলার শেষের দিকে এটি আসবে।
আমার জানা মতে এখনও কাজটা ধরা হয়নি,
কোন আপডেট পেলেই জানাবো। অনেক ধন্যবাদ।
বইটির একটি ফেসবুক পেজ তৈরী করা হয়েছে.. দেরী হবার কারনে আমাদের উদ্যমটাও কমেছে যদিও 🙂
https://www.facebook.com/goddelusioninbangladesh?ref=hl