দর্শনের সহজপাঠ -৩ : আমরা কিছু জানিনা


পিরো (Pyrrho)

কেউই কোন কিছু জানেন না – এবং এমনকি এই কথাটিও নিশ্চিৎ করে বলা সম্ভব না। যা সত্য বলে বিশ্বাস করেন, তার উপর আপনার ভরসা করা উচিৎ না – আপনি হয়ত ভূল প্রমানিত হতে পারেন। সব কিছুকেই প্রশ্ন করা যেতে পারে, সবকিছুকেই সন্দেহ করা যেতে পারে । সবচেয়ে সেরা উপায়টি হচ্ছে তাহলে, নিজের মনটাকে সবসময় খোলা রাখা। কোন কিছুর ব্যপারে অপরিবর্তনযোগ্য কোন সিদ্ধান্ত নেবেন না, তাহলে আপনি হতাশও হবেন না। এটাই স্কেপটিসিজম বা সংশয়বাদের মুল শিক্ষা। সংশয়বাদ দর্শনটি কয়েক শতাব্দী ধরেই বেশ জনপ্রিয় ছিল প্রাচীন গ্রীসে, পরে রোমে। প্লেটো এবং অ্যারিস্টোটলের ব্যতিক্রম, বেশীর ভাগ চুড়ান্ত মাত্রার সংশয়বাদীরা কোন বিষয়ে, সেটি যাই হোক না কেন, কোন ধরনের স্থির বা নিশ্চিৎ বা অপরিবর্তনযোগ্য কোন মতামত ধারণ করা মত যে কোন অবস্থান এড়িয়ে যাওয়াই সমীচীন মনে করতেন। প্রাচীন গ্রীক এক দার্শনিক পিরো (সম্ভবত ৩৬৫ থেকে ২৭০ খ্রিস্ট পূর্বাব্দ) ছিলেন সবচেয়ে বিখ্যাত এবং সম্ভবত সকল সময়ের সেরা সংশয়বাদী। খুব নিশ্চিৎভাবে তার জীবনটাও বেশ অদ্ভুত ছিল।

Continue reading “দর্শনের সহজপাঠ -৩ : আমরা কিছু জানিনা”

দর্শনের সহজপাঠ -৩ : আমরা কিছু জানিনা