বেবেলপ্লাৎস এর নাইট অব দ্য শেম মনুমেন্ট
“Where they burn books, they will in the end also burn people.”
বেবেলপ্লাৎস (Bebelplatz) জার্মানীর বার্লিন এ অবস্থিত একটি পাবলিক স্কোয়ার বা চত্ত্বর। যার আগের নাম ছিল Opernplatz; শহরের কেন্দ্রে পুর্ব পশ্চিমে বিস্তৃত চলাচলের মুল পথ Unter den Linden এর দক্ষিন দিকেই এটি অবস্থিত। এর পুর্ব প্রান্তে State Opera (যেখান থেকে এর যুদ্ধপুর্ব নামটি এসেছে), পশ্চিমে Humboldt University বেশ কিছু দালান.আর .দক্ষিনপুর্বে St. Hedwig’s Cathedral, প্রাশিয়ার প্রথম ক্যাথলিক চার্চ। উনবিংশ শতাব্দীর জার্মান সোস্যাল ডেমোক্রাটিক পার্টির প্রতিষ্ঠাতা অগাষ্ট বেবেল এর নামে এটি নামকরণ করা হয় ১৯৪৭ সালে বেবেলপ্লাৎস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যাটল অব বার্লিনে অনেকটুকু ধ্বংশ হয়ে গিয়েছিল, তবে নতুন করে এটি পুণর্গঠন করা হয় ১৯৫০ এ। তবে এটি পরিণত করা হয় একটি মনুমেন্ট এ Night of the shame monument, কারন এই জায়গাটি সাক্ষী নাৎসী জার্মানীর একটি ভয়ঙ্কর অতীতের।
Continue reading “বেবেলপ্লাৎস এর Night of the shame monument: মিশা উলমান এর The Silent Library”