ছবি: নুর ইনায়াত খান ( ২ রা জানুয়ারী ১৯১৪- ১৩ সেপ্টেম্বর ১৯৪৪)
যুক্তরাজ্যে এই প্রথম বারের মত কোন এশীয় বংশোদ্ভুত নারীর একক ভাস্কর্য স্থাপিত হতে যাচ্ছে। ভাস্কর্যটি নুর ইনায়াত খানের।
১৯৪৩ সালে জুন মাসে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনীর একজন গুপ্তচর হিসাবে নুর ইনায়াত খান ফ্রান্সে প্রবেশ করেছিলেন ফরাসী প্রতিরোধ বাহিনীকে সহায়তা দেবার জন্য, কিন্তু কয়েক মাসের মধ্যে তাকে বিশ্বাসঘাতকতা করে ধরিয়ে দেয়া হয় দখলদার নাৎসী জার্মান বাহিনীর হাতে; জার্মান এসএস রা তাকে গুলি করে হত্যা করে ডাকাউ কনসেন্ট্রন ক্যাম্পে;
নুর ইনায়াত খানের বয়স তখন মাত্র ৩০;
এই সাহসী আত্মত্যাগের স্বীকৃতি হিসাবে বৃটিশ সরকার তাকে মরনোত্তর জর্জ ক্রস ও ফরাসী সরকার ক্রোয়া দ্য গের প্রদান করেন। চার্চিলের গড়া সেই এলিট Secret Special Operations Executive (SOE) নুর সহ আরো দুজনও George Cross পেয়েছিলেন; Violette Szabo এবং Odette Hallowes যারা দুজনেই অনেক আগেই আরো বেশী স্বীকৃতি পেয়েছিলেন তাদের অবদানের জন্য; তবে নুর ইনায়াত খান ছিলেন বিস্মৃতির আড়ালে; তাকে নতুন করে পরিচয় করিয়ে দেন লেখক শ্রাবনী বসু তার জীবনের গল্প নিয়ে লেখা Spy Princess: Life of Noor Inayat Khan বইটির মাধ্যমে।