Poetry is just the evidence of life. If your life is burning well, poetry is just the ash. Leonard Cohen

আমার নিঃশ্বাস তোমার
শরীরের ভাজে পড়বে বলে
আগুন জ্বেলেছি তিতীর্ষার জলে
দেখেছি সব সাগর শামুক
পালিয়ে বাঁচে, মহুয়া এক অন্ধকারে..
কি অদ্ভুত ! তুমিও কাদছো
আমিও ভাসি চোখের জলে
সময় অসময়
কুন্ডলী পাকানো শামুকের দলে
মিলে সব, নোনা জলে –
জ্বলে থাকে শুধু একটি তারা, আকাশের তলে
তোমার শরীরে আমার
তপ্ত শ্বাস পড়বে বলে
বাসর সাজিয়েছি তৃষ্ণা ফুলে
কার কি এসে যায় তাতে?
রোজ আমি ভাসি চোখের জলে
তপ্ত শ্বাসেই আমার সাজা …
কি অদ্ভুত ! তোমার চোখ কেন ভেজা ?
( কবিতা: আসমা সুলতানা, আগষ্ট ১৬, ২০০৯)